Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধুলা ও বিনোদন

খেলাধুলা ও বিনোদন

মানিকগঞ্জসদর একটি ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ। ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, শিল্প সাহিত্যসংস্কৃতির পাশাপাশি ক্রীড়াঙ্গনও অন্যান্য ক্ষেত্রের মত স্ব-মহিমায় উজ্বল।মানিকগঞ্জের অনেক খ্যাতিমান ক্রীড়াবিদ স্থানীয় পর্যায়সহ আর্ন্তাজাতিকপর্যায়ে দেশের ভাব-মূর্তি উজ্জ্বল করেছে। তাদের মধ্যে অন্যতম শহীদ মিরাজউদ্দিন, শহীদ তপন চৌধুরী, মিসেস কোয়েল, শামীম আরা টলি, রুহুল আমিন বাচ্চু, বিকাশ চৌধুরী বাচ্চু, শহীদুল হক খোকন, দেওয়ান  শফিউল আরেফিন টুটুল, মোশারফহোসেন বাদল, নাইমুর রহমান দূর্জয়, সোহেল আল মাসুম, মোর্শেদ আলী খান সুমন, জাহিদ হাসান রাজু, নাজরানা খান ইভা, ইসরাত জাহান রূমা প্রমূখ। বর্তমানপ্রজন্মের খেলোয়াড়েরাও তাদের অতীত ঐতিহ্য সমুন্নত রেখে ভবিষ্যতের অনন্যসাফল্যকে ধরে রাখার প্রানান্তকর চেষ্টা অব্যাহত রেখেছে। মানিকগঞ্জ উপজেলারসামগ্রিক অবস্থার আলোকে ফুটবল, ক্রিকেট, ভলিবল, এ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, হা-ডু-ডু, দাবা, ম্যারাথন, সাঁতার, লনটেনিস, হ্যান্ডবল, কাবাডি, ক্যারাম, লাঠিখেলা ও নৌকা বাইচের প্রচলন রয়েছে। সময়ের সাথে সাথে সুযোগ সুবিধার অভাবেঐতিহ্যগত বেশ কিছু খেলা হারিয়ে গেছে। তারমধ্যে উল্লেখযোগ্যজিমন্যাস্টিক্স, দাঁড়িয়াবাধা, হকি, টেবিল- টেনিস, গোল্লাছুট, কানামাছি, মৌছি অন্যতম।

ক্রীড়া চর্চার অন্যতম উপাদান হচ্ছে খেলার মাঠ। এই উপজেলায় ০১ টিষ্টেডিয়াম( শহীদ মিরাজ-তপন ষ্টেডিয়াম) সহ মানিকগঞ্জ সদর উপজেলায় ২৪টিখেলার মাঠ আছে।

মানিকগঞ্জ জেলার অর্ন্তগত এই সকল মাঠে নিয়মিত অনুষ্ঠিত হয়ে থাকে ফুটবল, ক্রিকেট, ভলিবল, এ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন। এছাড়া গ্রাম পর্যায়ে হা-ডু-ডুখেলাটি এখনও অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে সদর উপজেলার পালোরা এইখেলাটির ব্যাপক প্রচলন রয়েছে।

 

নৌকাবাইচঃ

ঘিওর উপজেলার হেলাচিয়া গ্রামে ইছামতি নদীতে শত বছর ধরে নিয়মিত  নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও সদর উপজেলার বেউথায় কালীগঙ্গানদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে থাকে।

 

লাঠিখেলাঃ

        লাঠিখেলা এই জেলার একটি ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় খেলার মধ্যেঅন্যতম। লাঠিখেলার সাথে সম্পৃক্ত ব্যক্তিরা ঢাকাসহ দেশের বিভিন্ন  এলাকায় সম্মানীর বিনিময়ে লাঠিখেলা প্রদর্শন করে থাকে।

 

ব্যাডমিন্টনঃ

        শীত মৌসুমে মানিকগঞ্জ উপজেলাব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্টেরআয়োজন করা হয়ে থাকে। জেলা সদরে সেওতা, বান্দুটিয়া, পৌরসভা চত্বরেটুর্নামেন্টের আয়োজন করা হয়। এটুর্নামেন্টে দেশের সেরা খেলোয়াড়রা অংশ গ্রহণ করে থাকে

 

লনটেনিসঃ

        মানিকগঞ্জ জেলার একমাত্র লনটেনিস গ্রাউন্ডে সন্ধ্যা থেকে রাত অবধি নিয়মিত লন টেনিস খেলা হয়।