Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

৪৫ নং হাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

 

হাটিপাড়া বিদ্যালয়ের সংক্ষিপ্ত বনর্নাঃ

 

হাটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯২১ সালে প্রতিষ্ঠিত । বিদ্যালয়ের ভূমির পরিমান ৩৯ শতাংশ। বিদ্যালয়টি ১৯৭৩ সালে জাতীয় করণ হয় । বিদ্যালয়ে বর্তমানে ৩ টি ভবন আছে ।

 

১নং ভবন টি আধাপাকাঃ ৪৫ ফুট × ১৪ ফুট

২নং ভবন টি আধাপাকাঃ ৫৯ ফুট × ২১ ফুট

৩ নং ভবনটি পাকা ভবনঃ ৬০ ফুট × ২১ ফুট

 

 

বিদ্যালয়ের বর্তমান ছাত্র সংখ্যা পাঁচ শতাধিকের উপর এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের গড় উপস্থিতির হার ৯০% বিদ্যালয়ের বর্তমান অনুমোদিত শিক্ষক পদ সংখ্যা ১০ জন ।কর্মরত ৮ জন । পুরুষ ৩ জন এবং মহিলা ৫ জন । পুরুষ ৩ জন এবং মহিলা ৫ জন ।

বিদ্যালয়টি A গ্রেড ভুক্ত বিদ্যালয় । বিদ্যালয়ের পাশের হার ১০০% ।

 

বিদ্যালয়ের EMIS কোড নং: ৩০৯০১০৯০২